ইসরাইলে ভোট গ্রহণ চলছে

ইসরাইলে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ১০ টা পর্যন্ত। ৬০ লাখ ইসরাইলি ভোটার নেসেটের (ইসরাইলের সংসদের নাম) ১২০ জন প্রতিনিধি নির্বাচন করবেন।

ধারণা করা হচ্ছে , নির্বাচনে ডানপন্থী লিকুদ পার্টির সাথে মধ্য বামপন্থি জিওনিস্ট ইউনিয়নের চরম প্রতিদ্বন্দ্বীতা হবে। এবারের নির্বাচনী প্রচারে অর্থনীতি ও জীবনযাত্রার মান একটি গুরুত্ব ইস্যু ছিলো। এছাড়া ফিলিস্তিনি প্রশ্নটিও উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দেখা দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচিত হলে তিনি ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্র হতে বাধা দেবেন ।

অন্যদিকে মধ্য বামপন্থি জিয়নিস্ট নেতা ইসাক হারজগ নির্বাচনে জয়ী হলে ফিলিস্তিন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

গত সপ্তাহে প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, নির্বাচনে জিয়নিস্ট ইউনিয়নের জেতার সম্ভাবনাই বেশি।



মন্তব্য চালু নেই