ইরান-সমর্থিত সেনাদল নিয়ে কুর্দি গুপ্তচরের হুঁশিয়ারি

ইরাকের কুর্দি গুপ্তচরবাহিনী-প্রধান মাশরুর বারজানি যৌথ বাহিনীর সঙ্গে যুক্ত ইরানের মদদপুষ্ট সশস্ত্র শিয়া বাহিনীকে সন্দেহের চোখে দেখছেন। তার ভাষ্য- এ দলটি ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-র সঙ্গে সাক্ষাতকার প্রদানকালে এ কথা বলেন মাশরুর।

কুর্দি গুপ্তচরপ্রধান বলেন, এ সশস্ত্র সেনারা এমনকি আইসিসের চেয়েও বড় হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে। বিসংবাদে জড়িয়ে পড়তে পারে ইরাকী সুন্নি মুসলমানদের সঙ্গে, যা আইসিসবিরোধী অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিবিসিকে দেয়া সাক্ষাতকারে তিনি আরও বলেন, ইরাকের প্রধানমন্ত্রী ইরানের পৃষ্ঠপোষকতায় এগোতে থাকা সশস্ত্রবাহিনীকে বিশ্বাস করে ভুল করছেন।

তার পর্যবেক্ষণ বলছে, সুন্নি অধ্যুষিত তিকরিত অভিযানের সময় ঐ সশস্ত্র সেনারা ইরাকী সেনাদলটিকে প্রায় নিষ্ক্রীয় করে রেখেছিল।

মাশরুর মনে করেন, আইসিসের বিরুদ্ধে এ মুহূর্তে সকলেই একজোট। এমন সংবেদনশীল মুহূর্তে কোন একটি মহল যদি আবার জাতিগত অন্তর্কোন্দল সৃষ্টিতে আড়ালে তৎপর হয়ে ওঠে, তা কোনো কাজের কথা হবে না।

তিনি ‘ইরানী দলটির’ মধ্যে ঐ আপত্তিকর লক্ষণ দেখতে পেয়েছেন বলে জানান।



মন্তব্য চালু নেই