ইরানে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

ইরানে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। একই সঙ্গে দেশটির বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনও হচ্ছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। দেশব্যাপী লাখো ইরানি তাদের ভোট দিচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
এ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় সাড়ে পাঁচ কোটি। সন্ধ্যা ৬ টায় ভোট গ্রহণ শেষ হবে। পার্লামেন্টের আসন সংখ্যা ২৯০। মেয়াদ চার বছর।
অন্যদিকে বিশেষজ্ঞ পরিষদের আসন ৮৮। ধর্মীয় নেতাদের প্রভাবশালী এই কমিটির মেয়াদ আট বছর। তারাই দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করবেন।
ইরানের রাজনীতি মূলত উদারপন্থী ও রক্ষণশীল এই দুই ধারায় বিভক্ত। শুক্রবারের নির্বাচনেও এই দুই পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
বর্তমানে পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদে রক্ষণশীলদের আধিপত্য রয়েছে।
মন্তব্য চালু নেই