ইরাকে যুদ্ধাপরাধ মামলার মুখোমুখি হবেন ব্রিটিশ সেনারা
যুদ্ধাপরাধ মামলার মুখোমুখি হতে পারেন ইরাক যুদ্ধে অংশ নেয়া যুক্তরাজ্যের সেনা সদস্যরা। ইরাকের যুদ্ধাপরাধ তদন্তকারী সংস্থার প্রধান মার্ক ওয়ারইউক শনিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইরাক যুদ্ধে অংশ নেয়া যুক্তরাজ্যের সেনা সদস্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত করার প্রচুর পরিমাণ গুরুতর অভিযোগ আছে। এ বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।
দেশটির আইজীবীরা সব সময়ই ইরাকের যুদ্ধাপরাধ অভিযোগ বিষয়ক সংস্থা আইএইচএটি’র কাছে এসব অভিযোগের বিষয় জানিয়ে আসছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা এসব অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ইরাকে যুক্তরাজ্যের সেনা সদস্যদের এ ধরনের অপরাধ ইতিমধ্যে দুইবার সরকারিভাবে তদন্ত করা হয়েছে।
আইএইচএটি’র দায়িত্বে থাকা সাবেক গোয়েন্দা কর্মকর্তা ওয়ারউইক বলেন, একটি হত্যাকাণ্ডসহ এ বিষয়ে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, ‘বিষয়টি ভালোভাবে তদন্তের জন্য আমরা আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে এ সংক্রান্ত সব মামলা পর্যালোচনা করবো। আমার মনে হয়, সব কাজ শেষ করতে ২০১৯ সাল পর্যন্ত লাগতে পারে।’
ইতিমধ্যে পরিচালিত তদন্তে দেখা যায়, ইরাক যুদ্ধে কমপক্ষে ১ হাজার ৫১৫ জন ভুক্তভোগী বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, যাদের মধ্যে ২৮০ জনকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে।
মন্তব্য চালু নেই