ইরাকে ভয়াবহ কয়েকটি বোমা হামলা, নিহত ৪৪
গত সোমবার ইরাকের রাজধানী বাগদাদের আল জাওহারা শপিং মলে বোমা হামলা এবং গুলিবর্ষণে কমপক্ষে ১৯ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। ইসলামী স্টেট জঙ্গি সংগঠন পরে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।
নিউ বাগদাদের শিয়া মুসলিম অধ্যুষিত এলাকার এই শপিং মলের সামনে প্রথমে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। তারপর বন্দুকধারীরা হামলা করেন শপিং মলের ভিতরে। তবে তারা কাউকে জিম্মি করেন নি। হত্যাযজ্ঞের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন এবং বন্দুকযুদ্ধে হামলাকারীদের সবাই নিহত হয়েছেন।
শপিং মলের হামলা ছাড়াও আরো একটি হামলার ঘটনা ঘটে বাগদাদে। এতে ৭ জন মানুষ মারা যান। তবে ঐ হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেননি।
বাগদাদ থেকে ৮০ কিমি উত্তর-পূর্বের দিয়ালা প্রদেশের মুকদাদিয়া শহরের একটি ক্যাসিনোতে ২টি আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে আরও ১৮ জন। সোমবারের এই ৩টি ভিন্ন ভিন্ন হামলায় যত মানুষ মারা গেছেন সেটা গত তিনমাসের মধ্যে ইরাকে সবচেয়ে বেশি।
মন্তব্য চালু নেই