ইরাকে বোমা হামলায় নিহত ৩০
ইরাকের দু’টো শহরে গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ইরাকের রাজধানী বাগদাদ ও কুর্দি অঞ্চলের রাজধানী আরবিলে শুক্রবার এ সব হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।
খবরে বলা হয়, বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় শুক্রবার গাড়ি বোমা হামলায় ২৭ জন নিহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেনি কেউ।
একই দিন কুর্দি অঞ্চলের রাজধানী আরবিলে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে।
আরবিলের মার্কিন দূতাবাসের পাশেই ওই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের এই হামলায় তাদের কোনো কর্মকর্তা হতাহতের শিকার হননি।
চরমপন্থী সশস্ত্র সুন্নি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সাইট নামের একটি গোয়েন্দা সংস্থা।
এর আগে আরবিলে এ ধরনের বোমা হামলার ঘটনা ঘটেছিল গত বছর নভেম্বরে। ওই হামলায় পাঁচজন নিহত হয়েছিলেন। আত্মঘাতী সেই হামলার দায় স্বীকার করেছিল আইএস।
মন্তব্য চালু নেই