ইরাকে জেল ভেঙে পালানোর ঘটনায় নিহত ৬২

ইরাকের দিয়ালা প্রদেশের আল-খালিজ শহরের কারাগার ভেঙে পালানোর সময় দাঙ্গায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৫০ কয়েদি ও ১২ নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জেল ভেঙে পালানোর সময় সংঘর্ষে ওই নিহতের ঘটনা ঘটে। এ সময় ৪০ জনের মতো বন্দি কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

ইরাকি সামরিক বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান বলেন, ‘মামলার তদন্তের জন্য যখন নিরাপত্তারক্ষীরা দিয়ালা প্রদেশের খালিজ কারাগারে যান, তখন তাদের ওপর চড়াও হয় কয়েদিরা। রক্ষীদের অস্ত্র কেড়ে নেয় তারা। এ সময় কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।’

তিনি আরো জানান, কয়েদিদের ধরতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকাটি ঘিরে রেখেছে। কয়েদিদের মধ্যে সন্ত্রাসী মামলার অনেক ‘ওয়ান্টেড’ আসামিও রয়েছে।

ইরাকে জেলে দাঙ্গা একটি সাধারণ ঘটনা। আটকদের মুক্ত করতে প্রায়ই তাদের সহযোগীরা জেলে হামলা চালায়।

তথ্যসূত্র : আলজাজিরা, বিবিসি।



মন্তব্য চালু নেই