ইয়েমেনে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৪৫
ইয়েমেনের রাজধানী সানায় দুটি মসজিদে জুমার নামাজের সময় চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত: ২৪ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে।
শহরের হাসপাতালগুলো এর পর জরুরি ভিত্তিতে রক্ত দেবার জন্য আবেদন জানায়।
সংবাদদাতারা বলছেন, সানার নিয়ন্ত্রণ এখন যাদের হাতে – সেই শিয়া হুতি বিদ্রোহীদের সমর্থকরা এই মসজিদগুলোয় যেতো।
বিবিসির এ্যালান জনস্টন জানাচ্ছেন, শুক্রবারের নামাজের সময় ঠিক যে সময়টায় মসজিদগুলোয় সবচেয়ে বেশি লোকসমাগম হয় ।
এখন পর্যন্ত কোন গোষ্ঠী এ আক্রমণের দায়িত্ব স্বীকার করে নি, তবে অতীতে আল-কায়েদা জঙ্গীরা এমন আক্রমণ চালিয়েছে।
গত বছর শিয়া বিদ্রোহীরা সানার নিয়ন্ত্রণ দখল করার পর থেকেই তাদের সাথে ইয়েমেনের অন্য ক্ষমতাধর গোষ্ঠীগুলোর তীব্র উত্তেজনা তৈরি হয়।
তাদের মধ্যে আছে আল-কায়েদা অনুগত জঙ্গীরা – যাদের ঘাঁটি গুলো মূলত ইয়েমেমের দক্ষিণে ও পূর্বে।
আজকের এই বোমা হামলাগুলোর ঠিক একদিন আগেই দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে হুতিদের অনুগত বাহিনীর সাথে দেশটির প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদীর সমর্থক বাহিনীর লড়াই হয়।
মন্তব্য চালু নেই