ইভ টিজিং রোধে অভিনব পদ্ধতি চালু, স্কুলড্রেসের বদলে সালোয়ার কামিজ!

স্কুল ছাত্রীদের ইভ টিজিং বা যৌন হয়রানি হওয়া থেকে সুরক্ষা দিতে অভিনব পদ্ধতি চালু করার কথা বলেছেন দক্ষিণ ভারতের তেলঙ্গানা রাজ্য সমিতির প্রধান। দক্ষিণ ভারতের দৈনিক সংবাদপত্র ‘দি ডেকান ক্রনিকল’ বলেছেন, সমিতি প্রধান কোন্ডা সুরেখা প্রস্তাব দিয়েছেন, স্কুল পড়ুয়া মেয়েদের যৌন হেনস্থা ঠেকাতে স্কুল ইউনিফর্মের বদলে সালোয়ার কামিজ পরে আসতে বলা হোক। ওটাই হোক তাদের স্কুল ইউনিফর্ম। বিধানসভায় এই বিধায়ককে উদ্ধৃত করে বলা হয়েছে, স্কুল ইউনিফর্ম হিসাবে খাটো পোশাকের বদলে সালোয়ার কামিজ চালু করা হোক। কারণ এতে গোটা শরীর ঢাকা থাকবে।উল্লেখ্য, অবিভক্ত অন্ধ্রপ্রদেশের ওয়াই এস রাজশেখর রেড্ডি সরকারের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ছিলেন সুরেখা। আগে থেকেই স্কুলছাত্রীদের যৌন হেনস্থাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পক্ষপাতী তিনি।



মন্তব্য চালু নেই