ইফতার পার্টিতেই সীমাবদ্ধ শাহরুখ-সালমানের বন্ধুত্ব

বলিউড তারকা শাহরুখ খান ও সালমানের খানের মধ্যে সব সময় একটা বৈরি সর্ম্পক বিদ্যামান থাকে। কিন্তু রমজান মাস আসলেই ইফতার পার্টির কবলে পড়ে তা বন্ধুত্বের রূপ ধারণ করে। তাই তো রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের তাজ ল্যান্ড হোটেলে দুই খানকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়।

প্রতিবছর রমজান আসলেই মুম্বাইয়ের স্থানীয় বিধায়ক বাবা সিদ্দিকী নামজাদা ব্যক্তিদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করে থাকে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে গত বছরের মতো এবারও পার্টিতে উপস্থিত হন দুই খান।

রোববারের পার্টিতে শাহরুখ খান পৌঁছানোর মিনিট কুড়ি পরে ঢোকেন সালমান। পার্টিতে সংবাদ মাধ্যমের প্রবশের উপর নিষেধাজ্ঞা থাকলেও, সালমানের পিছু পিছু অনেক সংবাদ মাধ্যমই ভেতরে ঢুকে পড়েন। এদিকে পার্টির শুরুতেই বাবা সিদ্দিকী পার্টিতে উপস্থিত সকলের সঙ্গে সালমান খানের পরিচয় করিয়ে দিচ্ছেন, ঠিক তখনই পেশাগত বৈরি সর্ম্পকের কথা ভুলে গিয়ে শাহরুখকে জড়িয়ে ধরেন সালমান। মুহূর্তের মধ্যেই ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে পুরো পার্টি আলোকিত হয়ে ওঠে।

যদিও পার্টিতে উপস্থিত অনেকেই বলাবলি করছিলেন যে, শাহরুখ-সালমানের বন্ধুত্ব কেবল ইফতার পার্টিতেই সীমাবদ্ধ। কারণ গতবছরও এক ইফতার পার্টিতে দুই খানকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিলো।



মন্তব্য চালু নেই