ইন্দোনেশিয়ায় ভবনের ওপর বিমান বিধ্বস্ত

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার মেডান শহরের আবাসিক এলাকায় ভবনের ওপর একটি পরিবহণ বিমান বিধ্বস্ত হয়েছে।

বিমানটিতে কমপক্ষে ১২ জন ক্রু ছিলেন। তাদের পরিণতি কী হয়েছে, তা এখনো জানা যায়নি।

ইন্দোনেশিয়ার স্থানীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি আবাসিক ভবনের ওপর আছড়ে পড়ে বিমানটি। ভবনের নিচে থাকা একটি প্রাইভেট কারও বিধ্বস্ত হয়েছে।

সামরিক মুখপাত্র ফুয়াদ বাসিয়া জানিয়েছেন, মঙ্গলবার বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরে বিমানটি বিধ্বস্ত হয়। এতে কত লোক নিহত হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।

বিধ্বস্ত হওয়ার স্থানে উদ্ধার তৎপরতা চলছে। তবে কয়েক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকায় এবং ধোঁয়া বের হতে থাকায় উদ্ধার তৎপরতায় সমস্যা হচ্ছে।

বিমান বিধ্বস্তের এলাকায় অসংখ্য লোক জড়ো হয়ে উদ্ধার তৎপরতা দেখছে। যে ভবনের ওপর বিমান আছড়ে পড়েছে, সেগুলোও বিধ্বস্ত হয়েছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।



মন্তব্য চালু নেই