ইন্দোনেশিয়ায় প্লেন বিধ্বস্ত: মৃতের সংখ্যা ১৪০ ছাড়ালো (ভিডিও)

ইন্দোনেশিয়ার মেডান শহরের এক আবাসিক এলাকায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা ১৪০ ছাড়িয়েছে। নিহতের সংখ্যা বেড়ে এখন দাড়িয়েছে ১৪১। হারকিউলিস সি-১৩০ বিমানটিতে ১২ জন ক্রুসহ সব আরোহী মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সকালে দেশটির পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। এক পুলিশ কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, ১৪১টি মরদেহ উদ্ধারের খবর।

_83941632_027949978-1
এদিকে বিমানটির আরেহীর সংখ্যা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। ইন্দোনেশিয়ার বিমান বাহিনী প্রধান বলেছেন, ‘বিমানটির মোট আরোহী ছিল ১১৩ জন।’

বিমান বাহিনী প্রধান আগাস সুপ্রিয়ত্তনা ইন্দোনেশীয় টিভি স্টেশন মেট্রো টিভিকে বলেন, ‘বিমানটিতে ১২ জন ক্রু ও ১০১ জন যাত্রী ছিলেন।’

_83941628_83941625

 

এর আগে কর্তৃপক্ষ আরোহীর সংখ্যা অন্তত ৪৫ জন বলে জানিয়েছিল। দুর্ঘটনায় কেউ বেঁচে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না না, কেউ বেঁচে নেই। আমি এই মাত্র ঘটনাস্থল থেকে ফিরেছি।’

মঙ্গলবার শহরের দুটি বাড়ি এবং একটি গাড়ির ওপর হারকিউলিকস সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

ভিডিও:

https://youtu.be/yidbjLa_8Fg



মন্তব্য চালু নেই