ইন্ডিয়ানা প্রাইমারিতে ট্রাম্প বিজয়ী

প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেয়েছেন সম্ভাব্য মার্কিন জাতীয় নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

আলজাজিরার খবরে বলা হয়, এ বিজয় তাকে রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়নের দৌড়ে এক ধাপ সামনে ঠেলে দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। টেলিভিশনগুলোতে নির্বাচনের অল্প কিছুক্ষণ পরই সম্ভাব্য বিজয়ী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম প্রচার করা হয়।

সম্প্রতি ট্রাম্প সত্যিকার অর্থেই টিভি তারকা বনে গেছেন। তিনি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে প্রথম, টেড ক্রুজ দ্বিতীয় এবং ওহাইও রাজ্যের গভর্নর জন কাসিখ তৃতীয় হন।

বিজয় লাভের পর এক টুইট বার্তায় ট্রাম্প লিখেন, ‘ধন্যবাদ ইন্ডিয়ানা। আমরাই সম্ভাব্য বিজেতা ছিলাম। আমরা সব ক্যাটাগরিতেই জিতেছি। আপনারা বিশেষ শ্রেণির মানুষ। আপনাদের ভুলব না।’

অপরদিকে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে মনোনয়ন দৌড়ে হিলারি ক্লিনটনও বেশ এগিয়ে আছেন। তার প্রতিপক্ষ হচ্ছেন বার্নি স্যান্ডার্স।



মন্তব্য চালু নেই