ইন্টারভিউয়ে যেসব যৌন-প্রশ্নের মুখোমুখি হতে বাধ্য হন নারীরা !

সম্প্রতি কর্মক্ষেত্রে নারী বৈষম্যকে তুলে ধরার জন্য একটি ছবি সিরিজ প্রকাশ করেছে স্নাতক নারীরা। ছবি সিরিজে স্নাতক নারীরা চাকরির ইন্টারভিউয়ে যৌনতাবিষয়ক কী কী ধরণের প্রশ্নের সম্মুখীন হয় তা তুলে ধরা হয়েছে।

নিয়োগবিষয়ক আইন সংস্থা ‘থমাস ম্যানসফিল্ড’ যুক্তরাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের তাদের চাকরির সাক্ষাতকারে সবচেয়ে উদ্ভট ও অসন্তোষজনক কি কি প্রশ্ন করা হয়েছিল তা জানতে চায়। বেশির ভাগ নারীই জানায় তাদের কর্মক্ষেত্রগুলোতে পুরুষের প্রাধান্য বেশি। যৌনতাবিষয়ক প্রশ্নের ভিতর তাদেরকে জিজ্ঞাসা করা হয়, চাকরির অংশ হিসেবে গ্রাহকদের সাথে তারা প্রেমের ভান করতে পারবে কি না।

তাছাড়া বাচ্চা নেওয়ার কোন পরিকল্পনা আছে কি না। কেউ কেউ মাসিকের মত ব্যক্তিগত ব্যাপারও জিজ্ঞাসা করে বসে।

CMansfield2

অফিসে কারো সাথে ডেটিং করার ব্যপারে আপনার ভাবনা কি?

CMansfield3

খুব শীঘ্রই বাচ্চা নেওয়ার কোন পরিকল্পনা কি আপনার আছে?

Mansfield4

 

পরের বার আপনি কি আরো সেজে গুজে আসবেন?

CMansfield5

গ্রাহক ধরে রাখার জন্য আপনি কি তাদের সাথে প্রেমের ভান করতে পারবেন?

CropMansfield1

আপনার কি মাসিক-সংক্রান্ত সমস্যা হয়?

ফার্মটির আইনজীবী জুলি গুডওয়ে ‘দ্য ইন্ডিপেনডেন্ট’কে বলেন, “দুর্ভাগ্যবশত শুধু জরিপে অংশগ্রহণকারীদের সাথেই এটি ঘটেনি। আমাদেরকে প্রায়ই জিজ্ঞাসা করা হয়, সাক্ষাৎকারীরা এধরণের প্রশ্নের উত্তর কিভাবে দেবে।”

তিনি বলেন, ঠিক একই ধরনের প্রশ্ন যদি পুরুষ প্রার্থীদের করা হয় তবে এই যৌন বৈষম্য সমান হতে পারে।



মন্তব্য চালু নেই