ইজরায়েলি বর্বরতার প্রতিবাদে রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল ব্রাজিল

তেল আবিবে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে ব্রাজিল, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরায়েলের বর্বরতার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। দেশটি বলেছে, গাজার ওপর অসম শক্তি ব্যবহার করছে ইজরায়েল।

ব্রাজিল সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, গাজার ওপর হামলাকে ব্রাজিল সরকার সহিংসতা বিস্তার বলেই বিবেচনা করছে; এর ফলে ফিলিস্তিনের নারী ও শিশুসহ বহুসংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। এই অসম শক্তি ব্যবহারে বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই।

বিবৃতিতে আরো বলা হয়েছে- পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ব্রাজিল সরকার জাতিসংঘ মানবাধিকার পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ে পরামর্শ করার জন্য তেল আবিবে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে আনা হয়েছে।

এর আগে ইজরায়েলি বর্বরতার প্রতিবাদে ইকুয়েডর সরকার তেল আবিব থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানোর একদিন পর ব্রাজিল সরকার এ সিদ্ধান্ত নিলো। ইকুয়েডর সরকারও ইজরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে।



মন্তব্য চালু নেই