ইকুয়েডরে সেনা বিমান বিধ্বস্ত, নিহত ২২

ইকুয়েডর সেনাবাহিনীর একটি বিমান ২২ আরোহীসহ দেশটির আমাজন বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কেউ বেঁচে নেই বলে দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া নিজ ট্যুইটার একাউন্টে জানিয়েছেন। কোরেয়া বলেন, ‘কেউ বেঁচে নেই। নিহতদের পরিবার ও সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের সমবেদনা। এটি একটি শোচনীয় ঘটনা।
ইসরায়েলের তৈরি আরাভা বিমানটি স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (১৯:৩০ জিএমটি) পূর্বাঞ্চলীয় প্রদেশ পাস্তাজায় বিধ্বস্ত হয়। বিমানটির আরোহীদের মধ্যে ইকুয়েডর সেনাবাহিনীর ১৯ সেনা ছিলেন, তারা প্যারাশুট ঝাঁপ প্রশিক্ষণের জন্য বিমানটিতে উঠেছিলেন। এছাড়া বিমানটিতে দুই পাইলট ও এক মেরামতকারী ছিলেন।
সূত্র: অনলাইন



মন্তব্য চালু নেই