ইকুয়েডরে ফের দু’দফা ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর ফের ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টা ০৩ মিনিটে এবং ৯টা ২০ মিটিটে দু’দফায় এ ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে দু’দফা শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১ এবং ৬ দশমিক ৩। আরটি টেলিভিশন ভূমিকম্পের খবর জানালেও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

গত শনিবার দেশটিতে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সর্বশেষ তথ্য অনুযায়ী ৫৮৭ জনের মৃত্যু হয়। ভূমিকম্পে ৫ দিন পরও খোঁজ পাওয়া যাচ্ছে না আরো ১৫৫ জনের। শক্তিশালী ওই ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি সম্পদহানি হয়েছে ব্যাপক।

দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেছেন, শনিবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। ভয়াবহ ওই দুর্যোগের রেশ কাটতে না কাটতেই শুক্রবার দু’দফা ঝাকুনি খেলো দেশটি।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইএসজিএস জানায়, রিখটার স্কেলে প্রথম ৬ দশমিক ১ এবং ১৭ মিনিট পরে ৬ দশমিক ৩ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির বাহিয়া ডি কারাকোয়েজ থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে এবং পর্তুভেইজো শহর থেকে ১০০ কিলোমিটার দূরে।

মাটির ১০ কিলোমিটার গভীরে দুই ভূমিকম্পের উৎস ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।



মন্তব্য চালু নেই