ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের তিন সীমান্ত থেকে রুশ সামরিক শক্তি প্রত্যাহার করে নিতে নির্দেশ দিয়েছেন। সোমবার ক্রেমলিনের ভাষ্য থেকে এ তথ্য জানা গেছে। রয়টার্স।
হঠাৎ এমন সিদ্ধান্তে আসার পেছনে কারণ হিসাবে জানা গেছে, পুতিনের পরিকল্পিত বাসন্তি রণকৌশল শেষ হয়েছে। এছাড়া আগামি রোববার ইউক্রেনে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনের আগে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা থেকে এ নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে ন্যাটোর একজন সামরিক কর্মকর্তা পুতিনের সেনা তুলে নেয়ার এ নির্দেশকে নতুন কেনা চাল হিসেবে দেখছেন। তিনি বলেন, সেনাদের মধ্যে নতুন এ নির্দেশ পালন করে মূল ঘাঁটিতে ফিরে যাওয়ার কোন চিহ্নই দেখা যাচ্ছে না।
মন্তব্য চালু নেই