ইউক্রেন প্রশ্নে রাশিয়াকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের
পূর্ব ইউক্রেনে রুশ পন্থী বিক্ষোভকারীরা সরকারী ভবনসমূহের নিয়ন্ত্রণ নেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগ্রেই ল্যাভরভের সাথে এক টেলিফোন আলাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, রাশিয়া যদি বৈশ্বিক স্থিতিশীলতা নষ্ট করবার কোনও প্রয়াস চালায়, তবে তার মূল্য দিতে হবে দেশটিকে। টেলিফোন আলাপে সেগ্রেই ল্যাভরভকে জন কেরি বলেছেন, পূর্ব ইউক্রেনের তিনটি শহরের সরকারী ভবনগুলোর নিয়ন্ত্রণ নেয়া রুশ-পন্থী বিক্ষোভকারীদের কোনও স্বতঃস্ফূর্ত উদ্যোগ নয়। ইউক্রেন সরকারের সাথে সুর মিলিয়ে যুক্তরাষ্ট্রও বলছে, এটা নিশ্চিতভাবে রাশিয়া সরকারের প্রচ্ছন্ন মদদে একটি পূর্বপরিকল্পিত কর্মকাণ্ড। মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র বলছেন, দুই পররাষ্ট্রমন্ত্রী আগামী দশদিনের মধ্যে একটি আলোচনার উদ্যোগ নিয়েও কথা বলেছেন। ওই আলোচনায় রাশিয়া ও ইউক্রেন ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও যোগ দেবে। এদিকে, রুশ-পন্থী বিক্ষোভকারীরা ইউক্রেনের দোনেৎস্ক শহরের আঞ্চলিক সরকারের সদরদপ্তর দখল করবার পর সেখানে গণপ্রজাতন্ত্র ঘোষণা করেছে। সেই সাথে বিদ্রোহীরা এই শহরটিকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করবার জন্য আগামী এগারোই মে’র মধ্যে একটি গণভোটের ঘোষণাও দিয়েছে। যে তিন শহরের সরকারী ভবন দখল করেছে বিক্ষোভকারীরা, সেই দোনেৎস্ক, লুহানস্ক ও খারকিভে সৈন্য পাঠাতে শুরু করেছে ইউক্রেন। ওদিকে, ইউক্রেনে রাশিয়ার ভূমিকার জের ধরে ব্রাসেলসে নেটোর সদর দপ্তরে রুশ কর্মকর্তাদের প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত পয়লা এপ্রিল নেটোর পররাষ্ট্রমন্ত্রীরা সিদ্ধান্ত নেয়, মস্কোর সাথে সকল সহযোগিতা স্থগিত করে দেবার।
মন্তব্য চালু নেই