ইউক্রেনে নৌকাডুবিতে ১২ জনের মৃত্যু

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে কৃষ্ণ সাগরে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে ওডেসার কাছে এ ঘটনা ঘটে।

ওডেসা অঞ্চলের ডেপুটি গভর্নর ভোলোদিমির জেমাক জানান, ‘ঝড়ের কারণে নৌকাটি ডুবে যায়। নৌযানটিতে লাইফজ্যাকেট না থাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে।’ সংবাদমাধ্যম বাসস’র এক খবরে এ কথা জানানো হয়।

জেমাক আরো জানান, দুর্ঘটনার সময় ইভোলগা নামের নৌযানটিতে ৩ জন ক্রুসহ ৩৬ জন আরোহী ছিল। বিকেল বেলা নৌকাটি ডুবে যায়।

তিনি জানান, অবশিষ্ট যাত্রীর মধ্যে ১৮ জনকে শনিবার সন্ধ্যায় হাসপাতালে পাঠানো হয়েছে।

অবকাঠামো মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। এটিতে মাত্র ১২ যাত্রী ও ৩ ক্রু আরোহনের অনুমোদন ছিল।

প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক এই ঘটনা তদন্তে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন।

সূত্র: বাসস



মন্তব্য চালু নেই