ইউক্রেনে খনিতে বিস্ফোরণ, নিহত ৩০
ইউক্রেনের একটি খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩০ শ্রমিক নিহত হয়েছেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনে বুধবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, পূর্ব ইউক্রেনের জাসিয়াদকো নামে একটি কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের সময় খনিতে প্রায় ৭০ জন শ্রমিক কাজ করছিলেন। অপর শ্রমিকদের খোঁজ মেলেনি এখনো। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
খনির এক শ্রমিক রয়টার্সের স্থানীয় প্রতিবেদককে জানিয়েছেন, খনিতে এখনো ৪৫ জন আটকা পড়ে আছেন। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
স্থানীয় খনি শ্রমিক নিরাপত্তা সার্ভিসের প্রধান ভ্লাদিমির তসিমবালেঙ্কো রয়টার্সকে বলেছেন, ‘প্রাথমিক তথ্য মতে, ৩০ জনের বেশী মানুষ নিহত হয়েছেন।’
খনিটিতে গ্যাস বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রসঙ্গত, এই জাসিয়াদকো খনিতে ২০০৭ সালে এক বিস্ফোরণে অন্তত ১০৬ জন নিহত হয়েছিল।
মন্তব্য চালু নেই