ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে ভূপাপিত হয় ফ্লাইট এমএইচ১৭!

ইউক্রেনের আকাশসীমায় মালয়েশীয় এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭-এর ভূপাপিত হওয়ার রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। গত ১৭ জুলাই গুলি করে ভূপাপিত করা হয় বিমানটিকে। এতে বিমানের ২৯৮ জন আরোহীর সবাই নিহত হন।
ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব ওই ঘটনার জন্য রুশ সমর্থিত ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে থাকে। ওই ঘটনায় রাশিয়ার হাত রয়েছে বলেও মনে করে তারা।
তবে রাশিয়ার চ্যানেল ওয়ান ও রোশিয়া টিভি স্টেশন দাবি করেছে, ইউক্রেনের একটি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ফ্লাইট এমএইচ১৭-কে ভূপাপিত করেছে। তাদের কাছে এ সংক্রান্ত ভিডিও চিত্র রয়েছে।
শনিবার ওই ভিডিওটি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ইউক্রেনের যুদ্ধবিমান থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ফ্লাইট এমএইচ১৭কে। চ্যানেল দু’টির দাবি, তারা একটি ই- মেইল থেকে ওই ছবিটি পেয়েছে।
তবে বিশ্লেষকরা দুই রুশ টিভি চ্যানেলের ওই ভিডিওটিকে ভুয়া বলে আখ্যায়িত করেছে। বেশ কয়েকজন ব্লগার দাবি করেছেন, ছবিটি ২০১২ সালের।



মন্তব্য চালু নেই