অবৈধ অভিবাসাীদের প্রতি ওবামা :
আড়াল ছেড়ে আইনি অধিকার নিন
অভিবাসন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত অন্তত ৫০ লাখ অবৈধ অভিবাসী বিতাড়িত হওয়া থেকে রক্ষা পেতে পারে।
বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিভিশনে দেয়া এক ভাষণে ওবামা বলেন, ‘আড়াল থেকে বেরিয়ে আসুন এবং আইনগত অধিকার অর্জন করুন।
রিপাবলিকানরা বলছেন, কংগ্রেসকে পাশ কাটিয়ে এ উদ্যোগ তার এখতিয়ারের বাইরে এবং এতে সম্পর্ক বিষাক্ত হয়ে উঠবে।
যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে এবং এ বছর সঙ্কটের দোহাই দিয়ে সীমান্ত দিয়ে শিশুরা প্রবেশ করছে।
ওবামার এই উদ্যোগের ফলে যেসব শিশু প্রবেশ করছে এর অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা বৈধভাবে বসবাসকারীদের সন্তান।
তিনি জাতির উদ্দেশে বলেছেন, তিনি যে প্রস্তাব দিচ্ছেন তা রাজক্ষমা নয়।
তিনি এ উদ্যোগকে তার দায়িত্ব, সুবিচার ও মধ্যমপন্থা বলে বর্ণনা করেছেন।
তিনি এ-ও বলেন, যদিও এ পরিকল্পনা লাখ লাখ লোককে কাজের অনুমতি দেবে, এটি নাগরিকত্বের পথ দেখিয়ে দেবে না, বা একজন আমেরিকানের মতো সুযোগ সুাবিধা দেবে না।
ওবামা বলেন, যদি কেউ সন্ত্রাসী হয়, তবে সে বিতাড়িত হবে। কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইলে সে ধরার পড়বে এবং তাকে ফেরত পাঠানো হবে।
ভাষণে সীমান্তে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রতিও দেন ওবামা। পাশাপাশি নথিপত্রহীন অভিভাসীদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেকে পাঠানোর আদেশ দেন এবং যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাসের জন্য ট্যাক্স দেয়ার কথা বলেন।
মন্তব্য চালু নেই