আহতদের দেখতে হাসপাতালে খালেদা
গাড়িবহরে হামলার ঘটনায় আহতদের দেখতে ইউনাইটেড হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ৯টায় তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শেষে তিনি আহত চারজনকে দেখতে হাসপাতালে যান।
আহতরা হলেন- খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, তার ব্যক্তিগত অপর একটি গাড়ির চালক শাহেদ, ফারুক ও ফজলুল করিম। এ ছাড়া আহত এনাম শাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। তারা সকলেই দুর্বৃত্তদের ছোড়া ইটে মাথায় আঘাত পান।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা চালানো হয়। সেখানে বক্তব্য দেওয়ার একপর্যায়ে খালেদা জিয়ার গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারা হয়। এ ছাড়া লাঠি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙা হয়।
ওই হামলার পরও প্রচারণা চালিয়ে যান বিএনপি চেয়ারপারসন। প্রচারণা শেষে রাতে আহতদের দেখতে যান তিনি। এ সময় দলীয় নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই