আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবীতে শ্রমিক অসন্তোষ, ৬টি কারখানায় ছুটি

টিপু সুলতান (রবিন), নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ছয়টি কারখানায় কর্মবিরতি পালন করছে প্রায় ৭ হাজার শ্রমিক। এসময় অপ্রীতিকর ঘটনার আশংঙ্কায় ৬ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তপৃক্ষ।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আশুলিয়ার জামগড়া এলাকার স্ট্যার্লিং নিটিং,ফাউন্টেন ফেব্ররিকস, ভান্দুরা গার্মেন্টসের, এ এম ডিজাইন, উইন্ডি গ্রুপ ও গনক বাড়ী এলাকার ফাউন্টেন সহ ছয়টি কারখানার কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।

পরে শ্রমিক অসন্তোশের আশংকায় কারখানা গুলো সাধারণ ছুটি ঘোষনা করে কতৃপক্ষ।

পুলিশ জানায় , কয়েকদিন ধরে কারখানাগুলো বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে শ্রমিকরা।এরই জেরে আজ সকালেও শ্রমিকরা কর্মবিরতি পালন করলে শ্রমিক অসন্তোশের আশংকায় কারখানা গুলো সাধারণ ছুটি ঘোষনা করে কারখানা কতৃপক্ষ। এসব কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



মন্তব্য চালু নেই