আশুলিয়ায় ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

টিপু সুলতান (রবিন) : আশুলিয়ায় নির্মানাধীণ ভবনের ছাদে সেন্টারিং এর কাজ করার সময় পড়ে গিয়ে সিরাজুল ইসলাম (১৯) নামের এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। শনিবার বিকাল চার টার দিকে ঘটনাটি ঘটেছে পল্লী বিদ্যুৎ এলাকার আমিন মডেল টাউনে অবস্থিত মোসলেম উদ্দিনের বাড়ীতে। নিহত সিরাজুল পাবনা জেলার সুজানগর থানা এলাকার মৃত মখলেছুর রহমানের ছেলে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক আসাদ জানান, শনিবার বিকালে আমিন মডেল টাউনের ভিতরে মোসলেম উদ্দিন সাহেবের বাড়ীতে কাজ করার সময় হটাৎ করে চার তলা ছাদ থেকে পড়ে যায় সিরাজুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে হাবিব ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পুলিশ তার লাশটি থানায় নিয়ে গেছে।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ছোটন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



মন্তব্য চালু নেই