আল শাবাবের ঘাঁটিতে কেনিয়ার বিমান হামলা

সোমালিয়ার চরমপন্থী সশস্ত্র ইসলামিক গোষ্ঠী আল শাবাবের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে কেনিয়া।

আল শাবাবের দুটো গুরুত্বপূর্ণ ঘাঁটিতে রবিবার ‍এই হামলা করে কেনীয় বিমানবাহিনী (কেডিএফ)। কেডিএফের সূত্রে এক প্রতিবেদনে সোমবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে আল শাবাবের বর্বর হামলার প্রতিবাদে এটাই কেনিয়ার প্রথম বিমান হামলা।

আল শাবাবের গন্ডোডোউই এবং ইসমাইল ঘাঁটিতে বিমান হামলা করা হয়। দুটো ঘাঁটিই কেনীয় সীমান্তে সোমালিয়ার গেডো এলাকায় অবস্থিত।

হামলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন হতাহত হয়েছেন, এসব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

কেডিএফের এক কর্মকর্তা বলেছেন, ‘আমাদের কাছে যে তথ্য ছিল, সে মোতাবেক দুটো ঘাঁটিতে আমরা হামলা চালিয়েছি। কেনিয়ায় হামলার প্রতিবাদে ওদের (আল শাবাব) ওপর এই হামলা।’

আল কায়েদা সমর্থিত আল শাবাব গত বৃহস্পতিবার ‘খ্রিস্টান শিক্ষার্থীদের হত্যা করতে’ গারিসায় সশস্ত্র হামলা করে। এতে অন্তত ১৪৮ জন নিহত হন।

গারিসা বিশ্ববিদ্যালয় কলেজটি সোমালী সীমান্ত থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রসঙ্গত, সোমালিয়ার সঙ্গে কেনিয়ার ৭০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে আল শাবাবের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিমশিম খাচ্ছে কেনিয়ার প্রশাসন। ২০১৩ সালের এপ্রিল থেকে এই দুই বছরে অন্তত ৪০০ কেনিয়ার নাগরিককে হত্যা করেছে আল শাবাব।



মন্তব্য চালু নেই