আল-কায়েদা প্রধান জাওয়াহিরি পাকিস্তানে!

আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি এই মুহূর্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএআই-এর নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শুধু জাওয়াহিরিই নন, ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনও পাকিস্তানে রয়েছেন বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। খবর বাসস’র।

প্রতিবেদনে দাবি করা হয়, ২০০১ সালে আফগানিস্তানে যখন মার্কিন সেনারা তালেবানের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের কোণঠাসা করে ফেলে, সেই সময়ই সেখান থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেন জাওয়াহিরি। আর তাকে গোপন আস্তানার ব্যবস্থা করে দেয় আইএসআই।

এতে বলা হয়, জাওয়াহিরি যে পাকিস্তানেই রয়েছেন, সেটা ওবামা প্রশাসনও জানতো। তাকে হত্যা করতে ড্রোন হামলাও চালায় আমেরিকা।

সংবাদ সংস্থাকে সাবেক এক জঙ্গি নেতা জানান, জাওয়াহিরি যে ঘরে থাকতেন, তার ঠিক কয়েকটি ঘর আগেই ড্রোন হামলা চালানোয় কোনো রকমে বেঁচে যান তিনি।

সেই ২০০১ থেকেই বার বার জাওয়াহিরির ওপর ড্রোন হামলা হয়েছে। কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে বেঁচে তিনি গেছেন।

প্রতিবেদনে বলা হয়, জাওয়াহিরি একটা সময় তার দলে কোণঠাসা হয়ে পড়েন। কারণ সেই সময় তার ওই অধীন দলটি আফগানিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা চালাচ্ছিল। আর সে কারণেই মূলত তিনি পাকিস্তানে পালিয়ে আসেন।



মন্তব্য চালু নেই