‘আল্লাহু আকবর’ বলে মিউনিখের রেল স্টেশনে হামলা
জার্মানের মিউনিখ রেলওয়ে স্টেশনে এক যুবক ছুরি দিয়ে বেশ কয়েকজনকে হামলা করেছে। খবর ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট ও জার্মানের দ্য লোকাল।
খবরে বলা হয়, হামলায় বেশ কয়েকজন আহত হয়। ধারণা করা হচ্ছে, হামলাকারী কোনো ইসলামি উগ্রপন্থী হবে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সন্দেহভাজন ব্যক্তি ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে হামলা শুরু করে। তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। হামলার কিছুক্ষণ পরেই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ।
হামলাকারী যুবকের বিরুদ্ধে এর আগে কোনো ধরনের সহিংসতার অভিযোগ নেই।
আহতদের হাসপাতালে নিয়ে যেতে একটি হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়। একজন উদ্ধারকর্মী দ্য লোকালকে জানান, হামলাটি করা হয় এক সংবাদপত্র বিলি করা ব্যক্তির ওপর।
তদন্তের জন্য পুলিশ রেল স্টেশন আপাতত বন্ধ রেখেছে।
মন্তব্য চালু নেই