আলেপ্পোতে যুদ্ধবিরতি প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

সিরিয়ায় বিদ্রো্হী নিয়ন্ত্রিত যুদ্ধবিধ্বস্ত শহর আলেপ্পোতে সাতদিনের যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা একটি প্রস্তাবে ভোটো দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য চীন ও রাশিয়া।

মিশর, নিউজিল্যান্ড ও স্পেনের তোলা ওই যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র ভেনেজুয়েলা আর পক্ষে ভোট দিয়েছে অপর ১১ অস্থায়ী সদস্য দেশ। তবে ভোটদানে বিরত থেকেছে অ্যাঙ্গোলা।

রাশিয়ার দাবি, নিয়মানুযায়ী নিরাপত্তা পরিষদে তোলা যেকোনো প্রস্তাব তোলার পর ভোটাভুটির জন্য সদস্য দেশগুলোকে অন্তত ২৪ ঘণ্টা সময় দিতে হয়। কিন্তু এ প্রস্তাবের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি।

তবে জাতিসংঘের রাশিয়ান স্থায়ী প্রতিনিধি ভিতালি চারকিনের এ অভিযোগ উড়িয়ে দিয়ে মার্কিন সহকারী প্রতিনিধি মিশেল সিসন বলেছেন, এটি রাশিয়ার অজুহাত মাত্র।

এদিকে, সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, পূর্ব আলেপ্পোর বেশিরভাগ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা তারা পুনর্দখল করেছেন। গত সপ্তাহের অভিযানে সরকারি বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর অন্তত ৭০ ভাগ জায়গার নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে সিরিয়ান কর্তৃপক্ষ।

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে অন্তত এক লাখ মানুষ আটকা পড়ে আছে। তাদের জন্য সেখানে খাদ্য সরবারহ ও চিকিৎসা সেবার কোনো ব্যবস্থা নেই।

সূত্র: বিবিসি



মন্তব্য চালু নেই