আরো এক মার্কিনীকে আটক করেছে উ. কোরিয়া
উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক সরকার গত মাসের মাঝামাঝি সময়ে আরো এক মার্কিন নাগরিককে আটক করেছে। এ নিয়ে তিন মার্কিন নাগরিককে আটক করল পিয়ংইয়ং সরকার। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কেসিএনএ বলছে, বেআইনি কাজকর্মে জড়িত থাকার সন্দেহে ওই মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। গত ২৯ এপ্রিল উত্তর কোরিয়ায় প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু কোরিয়া ছেড়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশ। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি কেসিএনএ।
এদিকে শুক্রবার জাপানি সংবাদ মাধ্যম কিয়োডোর খবরে বলা হয়েছে, এক পর্যটক দলের সঙ্গে কোরিয়ায় ঘুরতে গিয়েছিলেন ওই মার্কিনী। হোটেলে একটি বাইবেল ফেলে রেখে আসার ঘটনায় দেশে ফেরার সময় তাকে আটক করা হয়।
এর আগে উত্তর কোরিয়ায় গত এপ্রিল মাসে আটক হন ম্যাথিউ টড মিলার । এক মার্কিন কোম্পানির সহায়তায় ব্যাক্তিগত সফরে পিয়ংইয়ং বেড়াতে গিয়ে তিনি বন্দি হন। তারও আগে ২০১২ সালে কোরীয় কর্তৃপক্ষের হাতে আটক হয়েছিলেন মার্কিন মিশনারি কেনেথ বে। রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে তিনি সেখানকার এক কারাগারে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করছেন।
মন্তব্য চালু নেই