আরেক ‘রত্ন’ পেল বিজেপি
আরেক ‘রত্ন’ ঘরে তুলে নিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই রত্নের নাম কিরণ বেদী।
বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ কিরণ বেদীকে বরণ করে নেন।
কিরণ বেদী ভারতের ইতিহাসের পাতায় এক জীবন্ত কিংবদন্তি। তিনি ভারতের প্রথম নারী পুলিশ কর্মকর্তা। পুলিশ বিভাগের মহাপরিচালক ছিলেন। ২০০৭ সালে স্বেচ্ছায় অবসর নেন তিনি।
পেশাজীবী নারীদের জন্য এক সার্থক প্রতিনিধি কিরণ বেদী। কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রায় অর্ধশতাধিক পুরস্কার পেয়েছেন। ১৯৯৪ সালে তিনি র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পান।
বিজেপি থেকে দিল্লি নির্বাচনে অংশ নেবেন কিরণ বেদী। তবে তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে কিনা, তা নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি আমিত শাহ।
কিরণ বেদীর ভূয়সী প্রসংশা করে বিজেপির নেতা ও দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ‘তার উপস্থিতি দলের শক্তি বাড়াবে।’
বিজেপিতে যোগদানের বিষয়ে কিরণ বেদী বলেছেন, ‘বিশ্বজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রেরণামূলক নেতৃত্ব আমাকে বিজেপিতে যোগ দিতে উৎসাহিত করেছে।’
গণমাধ্যমের বিশ্লেষণে বলা হচ্ছে, দিল্লি নির্বাচনের মোড় ঘুরিয়ে দেবেন কিরণ বেদী ও অমিত শাহ।
মন্তব্য চালু নেই