আরব আমিরাতে ইন্টারনেট সেবা বন্ধ
সংযুক্ত আরব আমিরাতে মাল্টিন্যাশনাল কোম্পানী এতিসালাতের ইন্টারনেট সেবা সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে আমিরাতের গ্রাহকরা ইন্টারনেট সেবা পাচ্ছেন না।
খালিজ টাইমসকে এতিসালাতের এক গ্রাহক জানান, প্রযুক্তিগত কোন ত্রুটির কারণে ল্যান্ডলাইন এবং মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল। বাড়িতে এবং ব্যবসায়িক উভয় ক্ষেত্রেই ইন্টারনেটের সমস্যা ছিল বলে উল্লেখ করেন তিনি।
তবে প্রকৌশলীরা এ বিষয়ে কাজ করছেন। তারা জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর গ্রাহকরা আগের মত ইন্টারনেট সেবা পাবেন।
প্রকৌশলীরা জানিয়েছেন, আমিরাতের বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে ফোন কল আসছে। এমনকি টুইটারেও এ বিষয়ে অনেকে অভিযোগ করেছেন।
মন্তব্য চালু নেই