আমেরিকাকে যুদ্ধের হুমকি চীনের

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় যুক্তরাষ্ট্র তার ‘ প্ররোচনামূলক কর্মকাণ্ড বন্ধ না করলে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে হুশিয়ারি দিয়েছে চীন।

বৃহস্পতিবার চীনা নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল উ শেঙ্গলি মার্কিন নৌবাহিনীর প্রধান জন রিচার্ডসনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এ হুশিয়ারি দেন। শুক্রবার চীনা নৌবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে মঙ্গলবার চীনের সতর্কবার্তা উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় টহল দিয়েছিল মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাসেন। বিধ্বংসী ক্ষমতাসম্পন্ন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের দক্ষিণ চীন সাগরে প্রবেশের বিষয়টি আমেরিকার তরফ থেকে রুটিন নজরদারি বলে দাবি করা করা হয়েছিল। তবে চীন যুক্তরাষ্ট্রের এ দাবি মানতে নারাজ।

বিবৃতিতে চীনা নৌবাহিনীর প্রধান বলেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের বিপজ্জনক প্ররোচনামূলক আচরণ অব্যাহত রাখে, তাহলে এটি উভয় পক্ষের নৌ কিংবা বিমানবাহিনীকে ভয়াবহ পরিস্থিতিতে ফেলবে। এমনকি ছোট্ট একটি ঘটনার কারণে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে।’



মন্তব্য চালু নেই