আমেরিকাকে দেউলিয়া বানাবে ট্রাম্প : হিলারি

আমেরিকাকে দেউলিয়া বানাবে ডোনাল্ড ট্রাম্প। এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে হিলারি বলেন, অর্থনীতি সম্পর্কে ট্রাম্পের নীতি আসলে নিম্ন মজুরি, স্বল্প কর্মসংস্থান আর অধিক ঋণের প্রক্রিয়া ছাড়া আর কিছু না। তাকে সমর্থন করা মানে যুক্তরাষ্ট্রকে দেউলিয়ার পথে নিয়ে যাওয়া।

তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের অস্থায়ী মানুষদের নির্বাসনে পাঠানোর চিন্তা করছে। অথচ তিনি চান সবার জন্য সুশাসন নিশ্চিত করতে। শিশু শ্রমিক, স্বাস্থ্য, আবাসন, কর্মসংস্থান ইত্যাদি বিষয়গুলোই হিলারির লড়াইয়ের মূল উদ্দেশ্য। তিনি মানুষের অধিকার আদায়ে যুদ্ধ করে যাবেন বলেও উল্লেখ করেছেন।



মন্তব্য চালু নেই