আমি কসাই হতে চেয়েছিলাম : পোপ
ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস জানালেন তার ছোটবেলার গোপন ইচ্ছার কথা। নিঃসংকোচে তিনি বলে দিলেন সেই গোপন কথা, যা এত দিন কেউ জানতো না।
বৃহস্পতিবার ভ্যাটিকান সিটিতে বিশাল পরিসরে ধর্মীয় সংগীত পরিবেশনার আয়োজনা করা হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৬ হাজারের বেশি শিশু অংশ নেয়।
ধর্মীয় সংগীত পরিবেশনা উপলক্ষে কথা বলতে গিয়ে পোপ বলেন তার ছোটবেলার গল্প। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘কসাই হওয়ার ইচ্ছা’। পোপ বলেন, ছোটবেলায় আমি কসাই হতে চেয়েছিলাম।
তিনি আরো বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন বুয়েন্স আয়ার্সে আমাদের দোকানে যাওয়া আসার পথে আমি কসাইদের কর্মযজ্ঞ উপভোগ করতাম। এ থেকে আমার হতে, আমিও একদিন কসাই হব।
১৯৩৬ সালে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্মগ্রহণ করেন জর্জ মারিও বারগোগলিও। ২০১৩ সালের ১৩ মার্চ তিনি ভ্যাটিকানের প্রধান হিসেবে পোপের দায়িত্ব পান। তখন থেকে তিনি পোপ ফ্রান্সিস নাম গ্রহণ করেন। ছেলেবেলায় কোনো এক সময় স্বপ্ন দেখেছিলেন, বড় হয়ে একদিন কসাই হবেন। কিন্তু আজ তিনি পোপ। কয়েক কোটি ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু।
মন্তব্য চালু নেই