‘আমি একজন মুসলমানের পাশে বসব না’ ব্রিটিশ সেলিব্রিটি নাদিয়া হুসেনের প্রতি বর্ণবাদী মন্তব্য

ব্রিটেনের সেলিব্রিটি বাংলাদেশি বংশোদ্ভুত নাদিয়া হুসেন বলছেন ট্রেনে এক যাত্রী তার প্রতি বর্ণবাদী আচরণ করেছে।

ব্রিটিশ টেলিভিশনে কেক ও অন্যান্য খাবার বেক করার প্রতিযোগিতা “গ্রেট ব্রিটিশ বেক অফ”-এ বিজয়ী হবার পর নাদিয়া হুসেন ব্রিটিশ সমাজে এখন সুপরিচিত একটি নাম।

নাদিয়া বিবিসিকে বলেছেন গতকাল বুধবার ট্রেনে এক পুরুষ, তার পাশে বসতে অস্বীকৃতি জানায় তিনি মুসলিম বলে।

“আমি একজন মুসলমানের পাশে বসব না,” লোকটি ৩১ বছরের নাদিয়াকে উদ্দেশ্য করে বলে।

এই ঘটনা সম্পর্কে এক টুইট বার্তায় নাদিয়া লিখেছেন “তার অজ্ঞতাই তার ধ্বংস ডেকে আনবে।”

নাদিয়া আগেও বর্ণবাদী হামলা নিয়ে লিখেছেন এবং লিখেছেন বর্ণবাদ “এখন আমার জীবনের একটা অংশ হয়ে গেছে বলে মনে হয়।”

“আমি জানি আমাকে একপাশে ঠেলে দেওয়া হবে, গালি শুনতে হবে- কারণ এমনটা হচ্ছে । হয়ে আসছে বছরের পর বছর ধরে।”

ব্রিটিশ বেকিং অনুষ্ঠানে বিজয়ী হবার পর নাদিয়া এখন লেখালেখি করেন এবং টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপন করেন।

এবছরের “বেক অফ” অনুষ্ঠানের একজন প্রতিযোগী রাভ বানসাল নাদিয়ার টুইটের উত্তরে বলেছেন তারও একইধরনের অভিজ্ঞতা হয়েছে

“ওই ব্যক্তি কোনোদিন আপনার মত ভাল মানুষ হতে পারবে না,” রাভ লিখেছেন।

ঘটনা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাতে পারেন নি নাদিয়া হুসেনের মুখপাত্র। ।

–বিবিসি



মন্তব্য চালু নেই