আমি আবার ভোটে লড়লে আবারও জিততাম : ওবামা

আমি যদি আবারও ভোটের ময়দানে লড়ার সুযোগ পেতাম তাহলে আবারও জিততাম। মন্তব্যটা যিনি করেছেন তিনি এর আগের দুবারের ভোটে পরপর জয় পেয়েছেন। তিনি এবারে আর ভোটে লড়তে পারেননি, কারণ তাঁর দেশে প্রেসিডেন্ট পদের জন্য সর্বোচ্চ দুই বারই লড়া যায়। তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রপতি বারাক ওবামা। সাম্প্রতিক এক সাক্ষাতকারে এই কথা বলেছেন ওবামা।

এখানেই থামেননি ওবামা। নিজের সুনিশ্চিত জয়ের কথা উল্লেখ করার পর তিনি বলেছেন যে তিনি অধিকাংশ আমেরিকাবাসীকে তাঁর স্বপ্নের আমেরিকা গড়ার লক্ষ্যে পথে নামাতেও (সমর্থনে) সফল হতেন। বিদায়ী প্রেসিডেন্ট তথা মার্কিন ডেমোক্র্যাটদের এই শীর্ষ নেতার করা এই মন্তব্যে উত্তেজনার চোরা স্রোত বইছে সংশ্লিষ্ট মহলে। তাহলে কি ওবামা বলতে চাইছেন যে হিলারিকে প্রার্থী করার ফলেই হারতে হল ডেমোক্র্যাটদের? প্রশ্ন অনেক, উত্তর এখনও নেই।



মন্তব্য চালু নেই