আমিরাতে ম্যাসাজ স্পা’র আড়ালে বাংলাদেশি তরুণীর যৌন ব্যবসা

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ম্যাসাজ স্পা’র আড়ালে যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশি এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। আবুধাবির ওই স্পা কেন্দ্রে পৌর কর্তৃপক্ষের আকস্মিক তদন্তে হাতে-নাতে তাকে গ্রেফতার করা হয়।

২৭ বছর বয়সী ওই বাংলাদেশি তরুণী এর আগে এক বাড়িতে বাচ্চা দেখাশোনার কাজ করেছিলেন। পরে গৃহকর্তার বাড়ি থেকে পালিয়ে গত বছরের এপ্রিলে পুরুষদের একটি ম্যাসাজ ও স্কিন কেয়ার স্পা’তে কাজ শুরু করেন।

পৌরসভার এক পরিদর্শক আকস্মিক অভিযানে ওই তরুণীর বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘন ও একাধিক পৃষ্ঠপোষকের হয়ে কাজের অভিযোগ আনেন।

আবুধাবির পৃষ্ঠপোষকের বাসা থেকে পালিয়ে বাংলাদেশি এই তরুণী অবৈধ উপায়ে ম্যাসাজ স্পা’তে কাজ নেন; যেখানে তিনি অবৈধ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। আবুধাবির প্রসিকিউটর বাংলাদেশি তরুণীর বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগ গঠন করেছেন।

পাবলিক প্রসিকিউটরকে ওই পৌর পরিদর্শক বলেন, আকস্মিক পরিদর্শনে গিয়ে স্পা সেন্টারে অভ্যর্থনা কক্ষে এক চীনা নাগরিককে ও বারান্দায় কয়েকজন ভারতীয়কে দেখতে পান। তিনি বলেন, তিনি যখন তাদের পরিচয় পত্র দেখান; তখন স্পা সেন্টারের সব কর্মীই পালিয়ে যায়।

‘আমি স্পা সেন্টারের ভেতরে গিয়ে একাধিক রুমে নারীদের দেখতে পাই। আমি তাদের লেবার কার্ড দেখাতে বলি; তারা তা দেখাতে ব্যর্থ হয়। পরে আমি পুলিশকে ডেকেছি।’

সোমবার বাংলাদেশি ওই তরুণীকে আদালতে তোলা হয়েছিল। আগামী ২৭ এপ্রিল এ বিষয়ে মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

সূত্র : গালফ নিউজ।



মন্তব্য চালু নেই