আমিন বাজারের ঢাকা ব্যাংকে আগুন, আহত ২

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : সাভারের আমিনবাজারে ঢাকা ব্যাংকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মিরপুর ও সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার রাত নয়টার দিকে আমিন বাজারে তিন তলা বিশিষ্ট মসজিদ মার্কেটের দ্বিতীয় তলার ঢাকা ব্যাংকের ভেতর থেকে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে মিরপুর ও সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়যন্ত্রনে আনে।

অগ্নিকান্ডের ঘটনায় এসময় ব্যাংকটির বেশ কিছু কাগজপত্রের ক্ষয়ক্ষতি হলেও বড়  ধরনের কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সাভার মডেল থানার উপপরিদর্শক সালাহউদ্দিন।

আগুন নেভাতে গিয়ে এসময় ব্যাংকের নিরাপত্তা কর্মি অক্ষয় কুমার ও ফায়ার সার্ভিসের সদস্য আরিফুল ইসলাম সামান্য আহত হন।

ঠিক কোথা থেকে অগুনের সূত্রপাত তা নিশ্চিত করতে না পারলেও বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রথামিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।



মন্তব্য চালু নেই