আমার বাবা প্রাণভিক্ষা চাননি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করে এসে সংক্ষুব্ধ ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ‘আমার বাবা প্রাণভিক্ষা চাননি’।

শনিবার রাত ১১টার দিকে কারাফটক থেকে ফিরে যাওয়ার উদ্দেশে গাড়িতে উঠতে উঠতে প্রচণ্ড আক্রোশ ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে তিনি এ কথা বলেন।

উপস্থিত সাংবাদিকরা এসময় প্রাণভিক্ষা চাওয়ার প্রমাণ হিসেবে ‘কাগজ’ আছে জানালে হুম্মাম বলেন, ‘সরকার এরকম আরো কত কাগজ বের করবে, তার হিসাব পাবেন না।’

রাত সাড়ে ৯টায় সাকা চৌধুরীর পরিবার কারাগারে প্রবেশ করে ফাঁসির প্রতীক্ষায় থাকা সাকা চৌধুরীকে দেখতে। এর পর রাত ১০টা ৫০ মিনিটে তারা কারাগার থেকে বের হয়ে আসেন।

এর আগে দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদ দু’জনেই ক্ষমা চেয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন।

কিন্তু এরপর থেকেই উভয়ের পরিবার থেকে বিষয়টি অস্বীকার করা হয়।



মন্তব্য চালু নেই