‘আমাকে হুমকিদাতাদের কেউ বেঁচে নেই’
পাকিস্তানের সিন্ধুর প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার শেহলা রাজা বিরোধী দলীয় এক আইনপ্রণেতাকে বলেছেন, ‘ আমাকে হুমকি দিলে এটা বাতাসে উড়ে যাবে না। যারা আমাকে হুমকি দিয়েছে তারা কেউই বেঁচে নেই।’ বুধবার অধিবেশন চলাকালে মুত্তাহিদা কওমি মুভমেন্টের প্রাদেশিক সদস্য মুহাম্মদ হোসেনকে তিনি এ কথা বলেন।
আইনপ্রণেতাদের হৈ-হট্টোগলের কারণে প্রাদেশিক পরিষদে অধিবেশন চলাকালে পরিস্থিতি প্রায়ই মাছের বাজারের চেয়েও খারাপ হয়ে যায়। বুধবারও এর ব্যতিক্রম ছিল না। হট্টগোলের কারণে মুহাম্মদ হোসেনের মাইক বন্ধ করে দেন স্পিকারের দায়িত্বপালনকারী ডেপুটি স্পিকার শেহলা রাজা। এরপরই তার উদ্দেশে উত্তেজিত ভাষায় বক্তব্য রাখতে শুরু করেন হোসেন। একইসঙ্গে তিনি স্পিকারক হুমকিও দেন। এরপরই হোসেনের উদ্দেশে শেহলা রাজা বলেন, ‘হাত নামিয়ে কথা বলুন। আপনি প্রচণ্ড অসুস্থ, সুস্থ হওয়ার বড়ি খান। কেউ তাকে একটি বড়ি দাও।’
হোসেনের হুমকির পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, ‘ আমাকে হুমকি দিলে সেটা হাওয়ায় মিলিয়ে যাবে না। এর আগে যারাই আমাকে হুমকি দিয়েছে, তাদের কেউই বেঁচে নেই।’
অবশ্য আইনপ্রণেতাদের কড়া ভাষায় জবাব দেওয়া এটা শেহলা রাজার জন্য প্রথম নয়। গত বছর যে সব আইনপ্রণেতার সংবিধান বুঝতে অসুবিধা হয়, তাদেরকে ইংরেজি শেখানোর প্রস্তাব দিয়েছিলেন।
মন্তব্য চালু নেই