আমাকে ভালোবাসলে হিলারিকে ভোট দিন : ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সব জাতিগোষ্ঠীর ডেমোক্রেট কর্মী-সমর্থকদের হিলারি ক্লিনটনকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।
নর্থ ক্যারোলিনায় এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। খবর এএফপি, বিবিসির।
এ সময় ওবামা হুশিয়ার করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও পৃথিবীর ভাগ্য ঝুঁকির মধ্যে রয়েছে।’
তিনি বলেন, ‘রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আমাদের কষ্টার্জিত নাগরিক অধিকারের প্রতি হুমকি স্বরূপ।’
বারাক ওবামা বলেন, ‘আপনার কাঁধেই এখন রাষ্ট্রের ভাগ্য। পৃথিবীর ভাগ্য টলায়মান। তাকে সঠিক পথে যেন আমরা ঠেলে দিতে পারি। আর তা নর্থ ক্যারোলিনাকেই ঠিক করতে হবে।’
ভোটারদের নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়ে টানা দুই মেয়াদের এ প্রেসিডেন্ট বলেন, ‘আমি এবার ব্যালটে নেই কিন্তু, সবাইকে এটা বলতে পারি- এই ব্যালটে কোনো ভয় নেই, আছে আমাদের গণতন্ত্র; ন্যায়বিচার ও উন্নতি।’
তিনি বলেন, ‘এখানে কোনো নারী-পুরুষ বিবেচনা নয়। না আমি, না বিল (ক্লিনটন), না অন্য কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে হিসেবে হিলারির চেয়ে যোগ্য।’
তিনি আরও বলেন, ‘আমাকে ভালোবাসলে হিলারিকে ভোট দিয়ে জয়ী করুন।’
এদিকে বারাক ওবামার সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওবামার উচিৎ হিলারির পক্ষে প্রচারণা বন্ধ করে রাষ্ট্র পরিচালনার দিকে নজর দেয়া।
ফ্লোরিডায় এক সমাবেশে দেয়া তিনি বলেন, ‘কথা হচ্ছে, কেউই ওবামার আরও চার বছরের শাসন দেখতে চায় না।’
হিলারি সাম্প্রতিক দিনগুলোতে ‘বিপর্যস্ত’ হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।
মন্তব্য চালু নেই