আবারও তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। শনিবার রাত দেড়টা নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। তারপর আবার রাত ২টা ৪৪ মিনিট নাগাদ দ্বিতীয় ভূকম্পনটি হয়। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪.০। সর্বশেষ কম্পনটি হয় ভোর ৬টা ৩৪ মিনিট নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪।

কাঠমান্ডুর ‘দ্য ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার’ সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল পূর্ব কাঠমাণ্ডুর সিন্দুপালচক ও উদয়পুর অঞ্চল। তবে এদিনের ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বারবার আফটারশক অনুভূত হওয়ায় আতঙ্কিত নেপালের বাসিন্দারা। ২৫ এপ্রিলের বিধ্বংসী ভূমিকম্পের পর এখনও পর্যন্ত প্রায় ১৫৬ বার কেঁপে উঠেছে নেপাল। উল্লেখ্য গত ২৫ এপ্রিলের ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা প্রায় আট হাজারের কাছাকাছি বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই