আফগানিস্তানে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা

প্যারিসে সন্ত্রাসবাদী হামলার রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় সন্ত্রাসবাদী হামলার শঙ্কা। এবার জঙ্গিদের টার্গেটে কাবুল কিংবা আফগানিস্তানের কোনও একটি জায়গা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই হামলা ঘটতে পারে বলে ইতোমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে কাবুলে থাকা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে। এক গোয়েন্দা বার্তায় কাবুলের মার্কিন দূতাবাসের পক্ষে আরও জানানো হয়েছে, শুধু একটি জায়গায় নয়, আফগানিস্তানের অন্য কয়েকটি জায়গাতেও হানা দিতে পারে জঙ্গিরা। এই ব্যাপারে আফগান সরকারকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
সোমবার দূতাবাসের ওয়েবসাইটে এ কথা জানিয়ে রাজধানী কাবুল তো বটেই, গোটা আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদের সব রকম ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে কাবুলের মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ কথাও জানানো হয়েছে, জঙ্গিরা কখন, কোথায়, হানাদারি কী ভাবে চালাবে, তা পুরোপুরি জানা যায়নি। হানাদারির লক্ষ্য কোন কোন এলাকা, সেটাও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে, মার্কিন গোয়েন্দারা মনে করছে, দীর্ঘদিন কাবুলসহ আফগানিস্তানের একাধিক হামলার দায়ভার স্বীকার করেছে তালিবানরা। এবার তাদের সঙ্গে হাত মিলিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইও। ফলে, হামলা আরও জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে দেশের নাগরিক তো বটেই, এই মুহূর্তে আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদেরও চূড়ান্ত সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। যদিও প্যারিস হামলার পর পরেই দেশের নাগরিকদের অন্তত দু’বছরের জন্য আফগানিস্তানে ঘুরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সূত্র: কলকাতা



মন্তব্য চালু নেই