আফগানিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ১৮
আফগানিস্তানে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। শনিবার দেশটির হেলমান্দ প্রদেশে এ ঘটনা ঘটে।
প্রদেশ সরকারের মুখপাত্র ওমর জাওয়াকের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে।
তিনি জানান, শনিবার দুপুরে যাত্রীদের নিয়ে একটি মিনি ভ্যান যাওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে। ভ্যানটি মার্জাহ জেলায় যাচ্ছিল।
তাৎক্ষণিকভাবে ঘটনার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির সশস্ত্র তালেবান বিদ্রোহীরা সাধারণত এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে।
মন্তব্য চালু নেই