আফগানিস্তানে নেপালি নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা হামলায় নেপালি নিরাপত্তা বাহিনীর অন্তত ১৪ সদস্য নিহত হয়েছে। দেশটির জালালাবাদ শহরে যাওয়ার সময় মহাসড়কে এই ঘটনা ঘটে।
আলজাজিরার খবরে বলা হয়, সোমবারের ওই আক্রমণের দায় তালেবান স্বীকার করেছে। দলের একজন মুখপাত্র এ তথ্য আলজাজিরাকে নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, এ ধরনের আরও হামলা হওয়ার আশঙ্কা করছে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটিতে নেপালি নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছিল। ঘটনার পর সেখানে ২৪টির বেশি অ্যাম্বুলেন্স দেখা গেছে।
পবিত্র রমজান মাসে আফগানিস্তানে তালেবান হামলা এটাই প্রথম। রমজানের প্রথম দুই সপ্তাহ কাবুল বেশ শান্ত ছিল। তালেবান এ ধরনের হামলার মাধ্যমে এটাই প্রমাণ করতে চায়, তারা যেখানে খুশি সেখানেই আক্রমণ চালাতে সক্ষম।
এর আগে গত ১৯ এপ্রিলের এক তালেবানি হামলায় ৬৪ জন নিহত ও ৩৪০ জন আহত হয়।
মন্তব্য চালু নেই