আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৩

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলায় ৩৩ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।

নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে স্থানীয় সময় শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে বলে প্রাদেশিক পুলিশপ্রধান ফজল আহমেদ শেরজাদ জানিয়েছেন।

শেরজাদ জানান, নিউ কাবুল ব্যাংকের গেটের কাছে সকাল সাড়ে ৮টার দিকে প্রথম হামলার ঘটনা ঘটে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। ওই ব্যাংক থেকে সরকারি চাকরিজীবীরা বেতন সংগ্রহ করেন।

অন্যদিকে এ ঘটনার ঘণ্টাখানেক পর দ্য আফগানিস্তান ব্যাংকের শাখার কাছে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্যাংকটি প্রথম হামলাস্থল থেকে ৬০ মিটার দূরে অবস্থিত।

একটি উপাসনালয়ের পাশে তৃতীয় হামলার ঘটনা ঘটে।

একই এলাকায় আরও দুটি মোটরসাইকেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও শেরজাদ জানিয়েছেন। সূত্র : আলজাজিরা



মন্তব্য চালু নেই