আফগানিস্তানে অতিথিশালায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫
আফগানিস্তানে একটি অতিথিশালায় বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছে পাঁচজন। এর মধ্যে একজন যুক্তরাষ্ট্রের এবং দুজন ভারতের নাগরিক। এ ছাড়া আহত হয়েছে পাঁচজন।
বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার রাতে প্যালেস পার্ক হোটেল নামের অতিথিশালায় কনসার্টের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করার কথা ছিল জনপ্রিয় আফগান শিল্পি আলতাফ হোসাইনের। অতিথিশালায় প্রবেশের জন্য সারি করে দাঁড়িয়ে থাকা লোকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস নিশ্চিত করেছে এই হামলায় তাদের এক নাগরিক নিহত হয়েছে। ভারতের দূতাবাসও তাদের দুজন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
আফগানিস্তানের বিশেষ নিরাপত্তা বাহিনীর অভিযানে অতিথিশালা থেকে ৫৪ জনকে উদ্ধার করা হয়েছে।। প্রতিটি কক্ষে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কাবুলের পুলিশ প্রধান আবদুল রাহমান রাহিমি।
এই হামলার দায় এখানো কোনো পক্ষ স্বীকার করেনি।
মন্তব্য চালু নেই