আপিল কোর্টেও প্রশ্নের মুখে ট্রাম্পের মুসলিমবিরোধী ভ্রমণ নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রে মুসলিমদের ভ্রমণে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করেছে মার্কিন আপিল কোর্ট। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্র ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন, যা আদালতের নির্দেশে পরে স্থগিত করা হয়। বিচারক রিচার্ড ক্লিফটন জানতে চেয়েছেন, এই আদেশ মুসলিমদের জন্য বৈষম্যমূলক কেন হবে না? বিশ্বের ১৫ শতাংশ মুসলিম জনতার ওপর এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিচার্ড ক্লিফটন সান ফ্রান্সিসকোর আপিল আদালতের তিন বিচারকের মধ্যে একজন। তিনি এ সপ্তাহে এ বিষয়ে রুল জারি করবেন। মঙ্গলবার এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিতর্ক হয়। তবে মার্কিন সার্কিট কোর্ট অব আপিল জানিয়েছে তারা যে সিদ্ধান্ত নেবে তা বাস্তবায়ন হবে সুপ্রিমকোর্টে গিয়ে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রথমে আপিল কোর্টের কাছে আবেদন করে। নিষেধাজ্ঞা পুনরায় বহালের জন্য চাপ দেয়। বিতর্কের শেষে শুনানির সময় নিষেধাজ্ঞার বিরোধী পক্ষ এ সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে উল্লেখ করে। সরকার পক্ষ থেকে বলা হয়, এই নিষেধাজ্ঞা শুধু সাত দেশের ওপরে দেওয়া হয়েছে। ওবামা প্রশাসনের নথিপত্র ঘেটে যে তথ্য পাওয়া গেছে তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই